ঈদে শাকিব ইমনের প্রতিদ্বন্দ্বী কলকাতার ওম

আসন্ন ঈদ উৎসবে বড়পর্দায় লড়াই হবে তিন নায়কের। এঁরা হলেন নায়ক শাকিব খান, বাংলাদেশি মডেল ইমন ও কলকাতার নায়ক ওম। এই তিন নায়কের চারটি ছবি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। শাকিব খানকে দেখা যাবে শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ এবং এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে। মডেল ইমনকে দেখা যাবে ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রে। অপরদিকে কলকাতার নায়ক ওম অভিনয় করেছেন ‘অগ্নি টু’ ছবিতে, যা মুক্তি দেওয়া হবে এই ঈদেই।
শাকিব খানের সঙ্গে দুই ছবিতে নায়িকা থাকছেন এ সময়ের দুই জনপ্রিয় নায়িকা অপু ও পরীমনি। শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবিতে শাকিবের সঙ্গে থাকছেন অপু। সাত বছর ধরে প্রায় প্রতি ঈদে এই জুটির একাধিক ছবি মুক্তি পায়। এ ছাড়া এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে নায়ক শাকিবের সঙ্গে দেখা যাবে নায়িকা পরীমনিকে। এই প্রথম কোনো ঈদে পরীমনির ছবি মুক্তি পাচ্ছে। মডেল ইমনের সঙ্গে আরেক মডেল মিমকে দেখা যাবে ‘পদ্মপাতার জল’ ছবিতে। এবং আলোচিত নায়িকা মাহিয়া মাহির সঙ্গে কলকাতার ওমকে দেখা যাবে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি টু’ ছবিতে। প্রযোজক ও হলমালিকরা আশা করছেন, এই চার চলচ্চিত্র থেকেই ভালো ব্যবসা করতে পারবেন তাঁরা।
যদিও একটি মাত্র ছবি এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবিটি হলো ‘পদ্মপাতার জল’, বাকি তিনটি ছবি এখনো জমা পড়েনি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনটি ছবি নিয়ে প্রচারণায় নামতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের বাজারে শাকিব খানের গ্রহণযোগ্যতার বিষয়টি প্রমাণিত। এখানকার দর্শক শাকিবের চলচ্চিত্র ভালোবাসে। অপরদিকে মডেল ইমন এখনো ওই মাত্রায় পরীক্ষিত নায়ক নন। তারপরও প্রযোজক-পরিচালক আশাবাদী। কিন্তু বিগত দিনগুলোতে কলকাতার কোনো নায়ক এ দেশের প্রেক্ষাগৃহে তেমনভাবে সফল হননি। তারপরও এই তিন নায়কের মধ্যে একটি অদৃশ্য প্রতিযোগিতা চলবে, সেটা তো অনুমান করাই যায়।