সুস্থ হয়ে শুটিংয়ে ফিরছেন বুবলী

‘রংবাজ’ ছবির মহরতের পর গত শুক্রবার হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা শবনম বুবলী। পরে রাত ১০টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জনপ্রিয় এই অভিনেত্রী সুস্থ হয়ে এখন বাসায় ফিরেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উত্তরায় নিজ বাসায় ফেরার পর এখন শুটিংয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আগামীকাল সোমবার থেকে ‘রংবাজ’ ছবির শুটিং শুরু হচ্ছে। বুবলী এই ছবির শুটিংয়ে অংশ নিবেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, বুবলীর বড় বোন সংগীত শিল্পী নাজনীন মিমি।
এ ব্যাপারে নাজনীন মিমি বলেন, ‘ডায়েট করার কারণে বুবলীর লো প্রেশার হয়েছিল। জ্বরও ছিল। এখন সে পুরোপুরি সুস্থ। আশা করছি কাল সে শুটিংয়ে অংশ নিতে পারবে।’
‘রংবাজ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবির শুটিং পাবনায় শুরু হতে পারে বলে জানান ছবিটির পরিচালক।
এর আগে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবিতে অভিনয় করেছিলেন বুবলী।