‘শাকিব কথা দিয়েছিল বুবলিকে নিয়ে কাজ করবে না’

চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে দেড় মাস ধরেই টানাপোড়েন চলছিল শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে। গতকাল সোমবার অপুর সাক্ষাৎকার আর শাকিবের প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।
বুবলির সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতার প্রসঙ্গটি বারবার টানলেও অপু এনটিভি অনলাইনকে বলেন, বুবলির আসলে কোনো দোষ নেই।
অপু বলেন, ‘তার (বুবলি) একটা স্ট্যাটাস দেখে কদিন আগে আমার মন খারাপ হয়েছিল, তাকে আমি ফোনে বকা দিয়েছিলাম একথা সত্য। কারণ শাকিবের সঙ্গে বুবলির এত বেশি ঘেষাঘেষি আমার সহ্য হচ্ছিল না। স্ত্রী হিসেবে আমি বিষয়টি মেনে নিতে পারছিলাম না। কিন্ত তারপর আমি নিজেও বিষয়টির জন্য অনুতপ্ত হয়েছি। ফেসবুক লাইভে আমি বুবলির কাছে ক্ষমা চেয়েছি। সে একজন মেয়ে হিসেবে আশা করি বিষয়টি বুঝবে। তা ছাড়া বুবলি তো আমাদের সম্পর্কে কিছু জানে না। জানলে হয়তো সে এমন কথা বলত না। তবে সে যেহেতু এখন সব কিছু জানে, এখন আমি অনেক কিছুই সহ্য করব না।’
বুবলি ও শাকিবকে নিয়ে অপু বলেন, ‘এ বিষয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয়েছে। শাকিব আমাকে কথা দিয়েছিল বুবলিকে নিয়ে আপাতত কোনো ছবির কাজ করবে না। আমিও শাকিবের কথা বিশ্বাস করেছি। তারপর গতকাল আবার যখন দেখলাম তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছে, তখন আর বিশ্বাসের প্রতি আস্থা রাখতে পারিনি।’
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছে করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেননি গত এক বছর।
গতকাল বিকেলে হুট করেই নায়িকা অপু বিশ্বাস জানান, তাঁর একটি ছেলেসন্তান রয়েছে। সেই সন্তানের বাবা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিবের সঙ্গে অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। অপু আরো জানান, ‘বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন।’
এদিকে, এই সাক্ষাৎকার প্রচারের পর শাকিব খান বলেন, সন্তান তাঁর, কিন্তু অপুর সঙ্গে তাঁর বিয়ে হয়নি।