ঢাকায় এসে খুশি শ্রেয়া!

‘আমি খুব উচ্ছ্বসিত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সবাই চলে আসবেন। আপনাদের পছন্দের গানগুলো আমি গাইব’—ঢাকায় এসে নিজের অনুভূতি এভাবেই জানালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
আজ দুপুর ১২টার দিকে কনসার্টের উদ্দেশেই ঢাকায় আসেন শ্রেয়া। ঢাকায় এসেই রাজধানীর অভিজাত একটি হোটেলে বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলেন তিনি।
আবারও ঢাকায় কনসার্ট করতে এসে কেমন লাগছে জানতে চাইলে এনটিভি অনলাইনকে শ্রেয়া ঘোষাল বলেন, ‘অনেক ভালো লাগছে। কনসার্টে সবার সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।’
আজ সন্ধ্যা ৭টায় ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ নামে কনসার্টে গান গাইবেন তিনি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। কনসার্টটি উপস্থাপনা করবেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন।
উপস্থাপক আমব্রিন এনটিভি অনলাইনকে বলেন, ‘শ্রেয়া ঘোষালের কনসার্টে উপস্থাপনা করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি উচ্ছ্বসিত। আশা করছি, আজকের কনসার্ট অনেক জমবে।’
কনসার্টটিতে শ্রেয়া ঘোষাল ছাড়াও আরো গান গাইবেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায় ও বাংলাদেশের পিন্টু ঘোষ, আনিকা ও মিফতা জামান।
চলচ্চিত্রে প্লে-ব্যাক করে জনপ্রিয়তা পেয়েছেন শ্রেয়া ঘোষাল। বাংলা, হিন্দি ছাড়াও তামিল, নেপালি, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটিসহ অনেক ভাষায় গান করে সবার পছন্দের শিল্পীতে পরিণত হয়েছেন গুণী এই সংগীতশিল্পী। এ ছাড়া সেরা নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ অনেক পুরস্কার অর্জন করেছেন শ্রেয়া ঘোষাল।