‘ভ্রমর’ নিয়ে আসছেন সোহেল আরমান

ছবির নাম ‘ভ্রমর’, পরিচালকের নাম সোহেল আরমান, নায়ক থাকছেন আরিফিন শুভ, নায়িকা দুজন- শায়লা ও সানজিদা তন্ময়। গতকাল ১৬ জুন, রাজধানীর একটি অভিজাত হোটেলে হয়ে গেল এই ছবির শুভ মহরত। নতুন খবর হলো ‘ভ্রমর’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শায়লার। তিনি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বছরেরই আগস্ট-সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ভিসতা ড্রিমস আনলিমিটেড।
এই ছবিতে চিত্রনায়ক আরিফিন শুভ ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘এ ধরনের গল্প বাংলাদেশে চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। গল্পটা শুনেই আমি অভিনয় করার জন্য রাজি হয়ে যাই। আশা করি দর্শদের কাছে আরেকটি ভালো ছবি নিয়ে হাজির হব। আপনারা দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে পারি।’
ছবির গল্পটি সংক্ষেপে এমন-গ্রামের এক প্রতিবাদী যুবক শুভ। এই যুবকই একসময় ডাকাতসর্দার হয়ে উঠে। মানুষ তাকে নামে চিনলেও চেহারায় চেনে না। প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান শায়লার দাদুর চরিত্রে অভিনয় করবেন। তিনি থাকবেন এলাকার প্রভাবশালী ব্যক্তির চরিত্রে। পরে তাঁর নাতনির জন্য তাঁকে নানা ঝামেলা পোহাতে হয়। এটাই মোটামুটি এই ছবির গল্প।
একটি আইটেম গান ও আরো একটি গানের সুর করবেন খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান ও ক্লোজআপ ওয়ানের সাব্বির। তাঁরা দুজন প্রথমবারের মতো কোনো ছবির সংগীত পরিচালনা করছেন। এ ছাড়া ছবিতে তিনটি রোমান্টিক গান করছেন হাবিব। এর মধ্যে দুটির রেকর্ডিং হয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি।
‘ভ্রমর’ ছবিটি শতভাগ দেশীয় কাহিনীনির্ভর হবে বলে জানিয়েছেন পরিচালক সোহেল আরমান।