মুক্তি পাচ্ছে ‘দ্য স্টোরি অব সামারা’

আগামী ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে বাংলাদেশের হরর ও সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। আজ ১৫ জুন সোমবার ঢাকার একটি হোটেলে চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশনা উৎসবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, শিবা আলী খান, সাঞ্জু, নায়িকা ইমুসহ আরো অনেকে।
পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘বাংলা চলচ্চিত্রের এখন ক্রান্তিকাল যাচ্ছে। আমরা আশা করি, দিনবদলের দিন শুরু হয়েছে। একটি ছবির মাধ্যমে একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান এগিয়ে আসছে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। এখন এ ধরনের প্রতিষ্ঠান ও নতুন চিন্তাই পারে আমাদের চলচ্চিত্রে ভূমিকা রাখতে।’
অনুষ্ঠানে সংগীত পরিচালক আলাউদ্দিন হক বলেন, ‘এই ছবিতে চারটি গান আছে। এর মধ্যে আমি তিনটি গান করেছি। চলচ্চিত্রের গান আর অ্যালবামের গান এক নয়। কারণ, চলচ্চিত্রের গানের সঙ্গে অনেক এক্সপ্রেশন থাকে, যা সাধারণ গানে থাকে না। আমি ছবিতে এই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করেছি। আর শিল্পীদের বলব গানের রেকর্ডিংয়ে আসতে। এতে অভিনয়ের সময় সঠিক এক্সপ্রেশন দিতে পারবেন তাঁরা।’
প্রচলিত প্রেমকাহিনীর বাইরে নির্মাণ হচ্ছে ঢাকাই চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। জাপানপ্রবাসী রিকিয়া মাসুদো পরিচালিত এই ছবিই এ দেশের প্রথম সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র। এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবা আলী খান।
'দ্য স্টোরি অব সামারা' ছবিতে দেখা যাবে, অশুভ শক্তির কবলে পড়া একটি গ্রহ সামারাকে উদ্ধারের চেষ্টা করছেন বাংলাদেশের পাঁচ তরুণ-তরুণী। ভিনগ্রহ সামারার রাজ জ্যোতিষী গণনা করে দেখেন, এঁরাই পারবেন গ্রহটিকে বাঁচাতে। তাঁরা আবার পৃথিবীতে পরিচিত পঞ্চশক্তি হিসেবে। তাঁদের নিয়ে আসতে পারলেই সামারাকে উদ্ধার করা সম্ভব। এই পঞ্চশক্তিকে খুঁজতে পৃথিবীতে আসে ভিনগ্রহের লোকজন, মানে এলিয়েনরা। এভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়।
ছবিটি সেন্সর বোর্ডের অনুমতি পেয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে। সামারায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলী খান, সাঞ্জু, শিমুল খান, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ। ছবিটির প্রযোজনা করছে ভারটেক্স প্রডাকশন।