কাল ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’-এর গ্র্যান্ড ফিনালে

গত ১৯ এপ্রিল থেকে এনটিভিতে শুরু হয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’। ১৬ পর্বের এই অনুষ্ঠানটি প্রতি রোববার ও শুক্রবার রাত ৯টায় এনটিভিতে প্রচার হয়। আগামীকাল রোববার রাত ৯টায় অনুষ্ঠিত হবে ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’-এর গ্র্যান্ড ফিনাল।
অনুষ্ঠানটির বিচারক প্যানেলে থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান, ওয়াটার ক্রেস্ট রেস্টুরেন্টের নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক তারেক, কালেমারি এক্সপার্ট শাহেদা ইয়াসমিন।
প্রতিযোগিতার প্রথম বিজয়ী ১০ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ টাকা পাবেন।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাজিবা বাশার।
প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘অনেক গোছানোভাবে অনুষ্ঠানটি প্রচার করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, আগামীকাল ভালোভাবে অনুষ্ঠানটি শেষ হবে।’
‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগী নিবন্ধন করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ৬০ জনকে নির্বাচন করা হয়। পরবর্তী সময়ে ১৬ জন চূড়ান্ত পর্বের জন্য লড়াই করেন। আগামীকাল সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে নির্বাচন করা হবে।