আপাতত মডেলিং নিয়েই ব্যস্ত তানহা

তানহা তাসনিয়া। ঢালিউডের নতুন মুখ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্র তাঁর একমাত্র ধ্যান-ধারণা। গত বছর শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ শুরু করেন তানহা। ছবিটির কাজ এখনো কিছু বাকি।
আসছে ১২ তারিখে ‘ধূমকেতু’ ছবির শুটিং পুনরায় শুরু হবে বলে জানান তানহা। তিনি বলেন, ‘শাকিব ভাই অনেক দিন পর শিডিউল দিলেন। আমি অনেক হ্যাপি ছবির শেষ কাজটুকু শুরু করতে যাচ্ছি। আশা করছি কাজটি ভালো হবে।’
রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে নিরবের বিপরীতে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন তানহা। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
তানহা বলেন, ‘ছবির ডাবিংয়ের কাজ এখন করছি। কিছুদিনের মধ্যে ছবির ট্রেইলার ছাড়া হবে। আসছে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার কথাবার্তা চলছে।’
সম্প্রতি নজরুল ইসলাম রাজুর পরিচালনায় বঙ্গজ বিস্কুট ও সুরেশ খাঁটি সরিষার তেলের মডেল হয়েছেন তানহা। মডেলিং ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান তিনি। আপাতত নাটক করার কোনো ইচ্ছে না থাকলেও আসছে ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করবেন তানহা।
তানহা আরো বলেন, ‘চলতি মাসে নতুন ছবিতে আমি চুক্তিবদ্ধ হলেও সেগুলোর কাজ শুরু হবে ঈদের পর। আপাতত মডেলিং আর ফটোশুট নিয়ে ব্যস্ত থাকতে চাই।’