‘সম্রাট’-এর শুটিংয়ে ঢাকায় ইন্দ্রনীল

টালিউডের নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত এখন ঢাকায়। আজ শনিবার, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং করছেন তিনি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হলেও, সবকিছুতে বনিবনা না হওয়ায় কাজ হয়নি। এবার বিগ বাজেটের ছবি, সহশিল্পী হিসেবে বড় বড় তারকা এবং পরিচালকের আগ্রহের কারণেই কাজটি তিনি করছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক রাজ।
গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছান ইন্দ্রনীল। এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। গত ১ জুন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে ‘সম্রাট—দ্য কিং ইজ হিয়ার’ ছবির মহরত ও শুটিংয়ে অংশ নেন শাকিব।
মহরত অনুষ্ঠানে শাকিব খান ‘সম্রাট’-এর গল্প ও আয়োজন নিয়ে প্রশংসা করে বলেছিলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি ঠিকমতো কাজটি শেষ করতে পারি, তাহলে এটা হবে এ বছরের সেরা ছবি।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ১৪ জুন পর্যন্ত চলবে ছবির প্রথম ভাগের শুটিং।
ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। অপরাধজগতের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে শাকিব ও অপু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে রয়েছেন চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ, সেট নির্মাণে ফরিদ, মেকআপে মনির হোসেন ও সবুজ, অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ এবং নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, শিবরাম শর্মা ও তানজিল।
ছবির গানের জন্য কথা লিখেছেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সুর ও সংগীতায়োজন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কৌশিক হোসেন তাপস, আরফিন রুমি, ইমরান এবং কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কোনাল, সাদাব হাশমী ও ইমরান।