চলচ্চিত্রের সবকিছুই ছোট হয়ে যাচ্ছে : চম্পা

“আচ্ছা এই দিকটা ঠিক বোম্বের নায়িকা মাধুরীর মতো লাগছে নারে?’ এ কথাই এক বার নয়, দুই বার নয়, সাত বার বলার পর ‘ঠিক’ হয়। এটি একটি চলচ্চিত্রের সংলাপ আর সংলাপে কণ্ঠ দিচ্ছিলেন নায়িকা চম্পা। ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে চম্পা অভিনয় করছেন এ সময়ের নায়িকা পরীমনির ফুফুর চরিত্রে। ডাবিংয়ের কাজটি হচ্ছিল গতকাল সোমবার মগবাজার নিউ ইস্কাটনের সিনেপ্রো হাউজে। এস এ হক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে আরো অভিনয় করেছেন নায়ক শাকিব খান।
ছবির ডাবিং চলার ফাঁকে নায়িকা চম্পা বলেন, ‘এখন চলচ্চিত্রের সব কিছুই কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। আমরা আগে যখন ডাবিং করতাম সিনেমার পর্দায় নিজেকে দেখে। এফডিসির বিশাল ডাবিং থিয়েটারে। এখন ডিজিটালে এসে সবই ছোট লাগে। এখানে যে মনিটর দেখে আমরা কাজ করছি সেটা ৫৬ ইঞ্চি। যে কারণে আমাদের ঠোঁট মেলাতে খুব কষ্ট হয়। আর এই ছবির গল্পে আমি পরীমনির ফুফু এবং শাকিবের ভক্ত, আমি আমার ভাস্তিকে শাকিবের সাথে প্রেম করতে সাহায্য করি। এই ছবিতে অনেক সিরিয়াস বিষয়ের সাথে দর্শক কিছু মজার ঘটনাও দেখবে।’
ছবির কাহিনী সংক্ষেপ এমন- বাংলাদেশের একমাত্র সুপার স্টার নায়ক শাকিব খান। সারা বছরই কোনো না কোনো ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তাঁর শিডিউলের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন নামিদামি পরিচালকরা। কিন্তু ইদানীং শিডিউল ফাঁকি দিয়ে তিনি কোনো এক সাধারণ মেয়ের সঙ্গে প্রেম করছেন। পরিচালকরাও তার সাথে শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছেন। এমনি একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এই গল্পে সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলিক। চম্পা ছাড়াও এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু। ছবিটির আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।