অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাইয়ুম ভাট্টি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ অক্টোবর) বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
অভিযানকালে দেখা যায়, কাইয়ুম ভাট্টি পশ্চিম সাতলা শাপলা নয়াকান্দিতে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও পরে শনাক্ত করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এ সময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামও জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে।