কুড়িগ্রামে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেব ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
মেসার্স শহিদুল ট্রেডার্স উপজেলার পাথরডুবী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োজিত। এই ডিলারের গুদামে ওই ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৮০ বস্তা ইউরিয়া সার ছিল। বুধবার দুপুরে সেখান থেকে ১০ বস্তা ইউরিয়া সার ভ্যানগাড়িতে করে পাশের তিলাই ইউনিয়নের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা সারগুলো আটক করে কৃষি দপ্তরকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স শহিদুল ট্রেডার্সের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন না। মেসার্স শহিদুল ট্রেডার্সের ম্যানেজার ওবায়দুল হক সার অন্যত্র নেওয়ার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, সার ক্রয়ের রশিদ ও সার অন্যত্র নিয়ে যাওয়ার যৌক্তিক কারণ জানতে চাওয়া হয়। সার ক্রয়ের রশিদ ও অন্যত্র সার নিয়ে যাওয়ার সন্তোষজনক উত্তর দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত ডিলারকে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।