জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক মঞ্চে সব দল

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর বণিক সমিতি হলরুমে উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা কমিউনিটির জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কথা শোনেন এবং স্থানীয় জলবায়ু সমস্যা সমাধানে রাজনৈতিক ইশতেহারে ১৫ দফা দাবিকে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেন।
সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত ও অতিবৃষ্টি, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষি, খাদ্য উৎপাদন, নিরাপদ পানি, মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ছে।
অনুষ্ঠানে জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন রাজনৈতিক নেতাদের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে স্পষ্ট অঙ্গীকার ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের আয়াতুল্লাহ আল মামুন ও ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
সংলাপে যে ১৫ দফা দাবি উত্থাপন করা হয় তার মধ্যে রয়েছে উপজেলার সব বাঁধ রক্ষা ও মেরামত, প্রয়োজনীয় নতুন বাঁধ নির্মাণ, চরাঞ্চলে সোলার সেচ ব্যবস্থার বিস্তার, বজ্রপাতে কৃষক নিহত রোধে আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপন ইত্যাদি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলম। সহযোগিতায় ছিল ইএসডিও ও হেলভেটাস।