রৌমারীতে ভিডব্লিউবি’র চাল পেল শতাধিক সুবিধাভোগী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নম্বর বন্দবেড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে শতাধিক সুবিধাভোগী নারী তাদের প্রাপ্য চাল গ্রহণ করেন। চাল হাতে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনে বড় সহায়ক হয়ে উঠেছে।
রহিমা নামের একজন সুবিধাভোগী বলেন, এই চাল পেয়ে আমরা অনেক খুশি। পরিবার নিয়ে চলতে কিছুদিন অন্তত কষ্ট কম লাগবে।
স্থানীয়দের মতে, সরকারের এই ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সরকারের এই সহায়তা যথাযথভাবে সুবিধাভোগীদের মাঝে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। তালিকা অনুযায়ী সবাইকে চাল দেওয়া হচ্ছে এবং কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজিম উদ্দিন, ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য আক্কাস শফিকুল ইসলামসহ আরও অনেকে।