আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ৫৮৫৫ মামলা

ডিএমপির লোগো
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৫৮৫৫ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮১ টি গাড়ি ডাম্পিং, ১১৯ টি গাড়ি রেকার ও ১৯৭৫ টি মামলা করা হয়।
এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩২ টি গাড়ি ডাম্পিং, ৯৭ টি গাড়ি রেকার ও ৩৮৮০ টি মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।