মাদক-সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ঈদগাহ্ ময়দানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর গ্রামের সমাজসেবক মোরসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল।
পাভেল বলেন, আজকের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে অন্যায়-অবিচার ও অন্যায্য অর্থ উপার্জনের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।
পাভেল আরও বলেন, ‘বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।