ফরিদপুর নানা আয়োজনে মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরে মন্দিরে ভিড় করছে ভক্তরা।
ফরিদপুর রামকৃষ্ণ আশ্রম মন্দিরের কুমারী পূজার পুরোহিত বলেন, ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন।
এ বছর ফরিদপুর শহরের চর কমলাপুরের দীপক মজুমদার ও কৃষ্ণা ব্যানার্জির ১০ বছর বয়সি মেয়ে অস্মী মজুমদারকে অপরাজিতা দূর্গাকে রূপে বরণ করে নিয়েছে জেলার সনাতন ধর্মাবলম্বীরা। সে শহরের সানরাইজ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
কুমারী পূজা দেখতে আশ্রমে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্তবৃন্দ সমবেত হয়ে আরাধনা করছেন। তারা দেবীরুপী মাতার কাছে বিশ্বের মানবকল্যাণের জন্য প্রার্থনা করেন।