পদ্মার এক ঢাঁই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ছে ১১ কেজি ওজনের একটি ঢাঁই মাছ। যা বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকায়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে কবির হালদার জানান, ভোরে তিনিসহ কয়েকজন জেলে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও তারা মাছ পাচ্ছিলেন না। পরে দৌলতদিয়া কলা বাগান এলাকায় জাল ফেলেন তারা। সেখানে তাদের জালে আটকা পড়ে একটি ঢাঁই মাছ। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৪৪ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাাট শাহজাহান শেখ বলেন, খবর পেয়ে কলাবাগান এলাকা থেকে জেলে কবির হালদারের কাছ থেকে চার হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজি প্রতি ২০০ টাকা লাভে মাছটি খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।