সারা দেশে দুর্গাপূজা ঘিরে ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় গ্রেপ্তার ১৯
সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে ও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি, শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে বাহারুল আলম বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।
জায়ামাত কর্মী পরিচয়ে করা ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। ইতোমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।