সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তাড়িয়াপাড়া এলাকার একটি মন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে পৌর এলাকার তাড়িয়াপাড়া মন্দিরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হাবিবুর সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও তাড়িয়াপাড়া মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ তৈরি করা হয়েছিল এবং প্রতিমা নির্মাণের কাজও শেষ হয়েছিল। শনিবার মধ্যরাতে মন্দিরে প্রবেশ করে অজ্ঞাত ব্যক্তি মন্দিরের সাতটি প্রতিমার সবকটির মাথা ও বিভিন্ন অংশ ভেঙে ফেলে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মন্দির কমিটির সদস্যরা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ হাবিবুর রহমানকে শনাক্ত করে এবং রোববার সকালে তাকে আটক করা হয়।
তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মণ জানান, শুভ মহালয়ার দিনে এমন ঘটনা ঘটায় তারা হতবাক।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।