ভারতে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক আট বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হেয়ছে। আটকদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। বিজিবির জেসিও নায়েব সুবেদার মো. আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বুধবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় এই আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। তারা সাতক্ষীরা, খুলনা, যশোর ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। সেখানেই আটকদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে আটকদের সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জিম্মায় রাখা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, যাচাই-বাছাই শেষে ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে আটকদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।