কুবির বাসচালককে মারধর, অটোরিকশাচালক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসচালককে মারধরের ঘটনায় এক সিএনজি অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা শহরের পূবালী ব্যাংকের সামনে থেকে সোহেল নামের ওই সিএনজি চালককে আটক করা হয়।
জানা যায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পূবালী ব্যাংকের সামনে যানজটে আটকে যায়। এ সময় এক সিএনজিচালক তার গাড়ি অবৈধভাবে সড়কে দাঁড় করিয়ে রাখলে বাসের হেলপার তাকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিএনজিচালক মারমুখী হয়ে উঠলে বাসচালক কচি শেখ গাড়ি থেকে নেমে আসেন। তখন সিএনজিচালক তার গাড়িতে থাকা কাঠ দিয়ে কচি শেখের মাথায় আঘাত করেন। এতে কচি শেখের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
আহত কচি শেখকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীরা সিএনজিচালক সোহেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমাদের চালক একজন সহজ-সরল মানুষ। সিএনজিচালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে এই ঘটনা ঘটেছে। চালকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, আমরা অভিযুক্ত সিএনজিচালককে আটক করেছি। তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।