সরিষাবাড়ীতে নৌকা ডুবে মা নিহত, মেয়ে নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছয় বছরের মেয়ে নিখোঁজ রয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোর্শেদা বেগম (৪০)। আর নিখোঁজ শিশু শোভা আক্তার (৬)। মোর্শেদা বেগম সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছিল। নৌকাবাইচ শেষে মোর্শেদা বেগম ও তার মেয়ে ফেরার পথে খেয়া ঘাটে আসেন। সে সময় নৌকার মাঝি না থাকায় যাত্রীরাই নৌকা চালানোর চেষ্টা করেন। মাঝ নদীতে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও মোর্শেদা বেগম ডুবে মারা যান এবং তার মেয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এক নারী নিহত ও তার মেয়ে নিখোঁজ রয়েছেন। আরও কেউ নিখোঁজ থাকতে পারে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হবে।