মাটি খুঁড়ে ৬০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ৬০০ লিটার চোলাইমদসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ওমর ঋষি (২০) নামের এক যুবককে আটক করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, অভিনব কায়দায় মাটির নিচে ড্রামে চোলাইমদ লুকিয়ে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে ১৪টি ড্রাম থেকে ৬০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। একই সময় ঋষিপাড়ার বাসিন্দা ওমর ঋষিকে হাতেনাতে আটক করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্যই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে।