মেলান্দহ প্রেসক্লাব নির্বাচন : সাধারণ সম্পাদক পদে এনটিভি অনলাইনের নাহিদের হ্যাটট্রিক

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন এনটিভি অনলাইনের জামালপুর (সদর-মেলান্দহ) প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ। এ নিয়ে টানা তৃতীয় বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিনের মো. রাশেদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাণিজ্য প্রতিদিনের মাসুদ রানা, কালবেলার নজরুল ইসলাম, আমাদের সময়ের ইমরান মাহমুদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, আমার সংবাদ ও ডেইলি পোস্টের মমিনুল ইসলাম, জনকণ্ঠের সাজ্জাদ হোসেন শাহিন, নয়া দিগন্তের রুমান আহমেদ, ভোরের কথার মাজহারুল ইসলাম এবং আলোকিত সকালে রাসেল রানা।
আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ জানান, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে মেলান্দহ প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।