‘তরুণদের জ্ঞান, নৈতিকতা ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়াক্ষেত্রে যুক্ত করতে চাই’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ১৭ বছর ধরে তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের মাদকাসক্ত করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা এই পথ পরিহার করে তরুণদের জ্ঞান, নৈতিকতা ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়াক্ষেত্রে যুক্ত করতে চাই। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে দেশের গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীমুর রহমান শামীম বলেন, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। কেউ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হবেন না। যারা জড়িত হবেন, তাদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
শামীমুর রহমান শামীম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী তরুণ ও যুবকদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
টুর্নামেন্টের ফাইনালে মোংলা পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশ নেয়। টানটান উত্তেজনার এই খেলায় মোংলা পৌর দল চ্যাম্পিয়ন হয়। খেলার শেষে প্রধান অতিথি শামীম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম, এ সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার উপস্থিত ছিলেন।