বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আজও সর্বাত্মক হরতাল
বাগেরহাটের বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও (১১ সেপ্টেম্বর) চলছে সর্বাত্মক হরতাল। আসন বিলুপ্তির প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দ্বিতীয় দফার হরতালের শেষ দিন আজ।
জেলা সদরসহ ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১৪০টি পয়েন্টে দড়ি, জাল, গাছ, গাড়ি ও বালুর ট্রাক ফেলে ব্যারিকেড সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সড়ক পথে যান চলাচল। ফলে সড়ক পথে বন্দর, ইপিজেড ও শিল্পকলকারখানার পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারাদেশের সঙ্গে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, ইসির বিলুপ্ত করা আমাদের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল পালন করছি। সংসদীয় আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত এ হরতাল অব্যাহত থাকবে।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম সালাম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই ইসি অযৌক্তিক কারণে একটি আসন বিলুপ্ত করেছে। ইসির এ গেজেট আমরা মানি না। আমাদের আসনের দাবিতে হরতাল চলছে। এ দাবিতে শুক্রবার সর্বদলীয় সম্মিলিত কমিটি বসে নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেবে। আশা করছি, তার আগেই ইসি আমাদের দাবি পূরণ করবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, জেলার ১৪০টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে হরতাল পালন করছে বাগেরহাটবাসী। এ হরতালে মোংলা বন্দর, কাস্টমস, ইপিজেড ও শিল্পকলকারখানায় যে অর্থনৈতিক ক্ষতি হবে তার দায় দায়িত্ব অবশ্যই ইসিকে নিতে হবে। আমাদের দাবি বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহাল। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবে।