বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-৯, অফিসার্স ক্লাব সংলগ্ন ২নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
খাল পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি কেবল যুবসমাজ নয়, বরং স্বাস্থ্য, কৃষি, মুক্তিযোদ্ধা ও নারী উন্নয়ন— সবকিছুই তার ৩১ দফা কর্মসূচির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
আজ দেশে লক্ষ লক্ষ যুবক বেকার। আমাদের এই খাল-খনন কর্মসূচিতেও যুবসমাজের বিশাল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সারা দেশে হাজার হাজার খাল, নালা ও ডোবা রয়েছে। যদি প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা করে যুবকরা এগুলো পরিষ্কারে সময় ব্যয় করেন, তবে খুব অল্প সময়েই বাংলাদেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে।
আফাজ উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে ও মহান আল্লাহর দয়ায় ক্ষমতায় আসে, তাহলে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, তার বাস্তবায়ন হবে। তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন, অবকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও সুশাসনের মডেল অনুসরণ করে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
যুবকদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে এক বছরের বেকার ভাতা প্রদান করা হবে। পাশাপাশি, তাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে পদায়ন ও মূল্যায়নের ব্যবস্থা করা হবে।
যুবকদের উদ্দেশে আফাজ উদ্দিন বলেন, আপনারা নেশা থেকে দূরে থাকুন এবং আশপাশের মানুষকেও নেশা থেকে বিরত রাখুন। খেয়াল রাখবেন, কোথায় কিশোর গ্যাং সক্রিয় হচ্ছে, কোথায় মাদক বিক্রি বা সেবন হচ্ছে। সমাজের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এসব বিষয়ে সচেতন হওয়া এবং প্রতিরোধ গড়ে তোলা।
যদি আমরা সবাই মিলে সৎ থাকি এবং পাশের মানুষকেও সৎ রাখার চেষ্টা করি, তবে সমাজে নেশা, কিশোর গ্যাং কিংবা অনৈতিক কর্মকাণ্ডের জায়গা থাকবে না। তাহলেই সম্ভব হবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।