কামরাঙ্গীরচরে গণসংযোগে প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর ছোট ভাই মনি

গণসংযোগ করেছেন প্রয়াত বিএনপিনেতা নাসির উদ্দিন পিন্টুর ছোট ভাই রিয়াজ উদ্দিন মনি। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ৫৬ নম্বর ওয়ার্ডে তিনি ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
রিয়াজউদ্দিন মনি পূর্ব রসুলপুর বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়াত বড় ভাই নাসির উদ্দিন পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মুসল্লিদের রিয়াজ উদ্দিন মনি বলেন, জুলুম নির্যাতনের শিকার হয়ে তার ভাই মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন তাদের পরিবার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে চাই।
নামাজ শেষে রিয়াজউদ্দিন মনি নেতাকর্মীদের নিয়ে কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।
রিয়াজ উদ্দিন মনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে এলাকাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমার নামাজের পর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন রিয়াজ উদ্দিন মনি।