ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী ও র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও র্যাব-৯ এর যৌথ অভিযানে বিপুল দেশীয় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে দগরিসার আরাইসিধা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড ১২ মি. মি. কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী র্যাব-৯ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।