গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

গ্রীসে সড়ক দুর্ঘটনায় সুদীপ ঘোষ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) মধ্যরাতে রাতে কাজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান সুদীপ। একই মোটরসাইকেলে থাকা আরেকজনও নিহত হয়েছেন। তবে তিনি বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় দুলাল ঘোষ জয় জানান, প্রায় এক যুগ আগে সুদীপের বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বছর দেড়েক আগে বাবার শ্রাদ্ধ করতে দেশে আসেন সুদীপ। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও এক কন্যাসন্তান।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা জানান, প্রবাসীর পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দিয়ে মরদেহ দেশে ফেরত আনা হবে।