কসবায় ১৬৫ মণ নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

আটক কৃষ্ণ চন্দ্র সাহা। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকার কর্তৃক নিষিদ্ধ ১৬৫ মণ পলিথিন জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় কৃষ্ণ চন্দ্র সাহা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) মধ্যরাতে কসবা পৌরসভার শাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কৃষ্ণ চন্দ্র সাহা ওই গ্রামের বাসিন্দা।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় কসবা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।