বট বাহিনী নির্বাচন বানচালের চেষ্টা করছে : এস এম জিলানী

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।
আজ রোববার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এস এম জিলানী।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা দেখছি, ওই বট বাহিনী নির্বাচন বানচাল করতে চায়, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে নির্বাচন চায় বিএনপি। জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা বিএনপির নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।’
এস এম জিলানী আরও বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি বেছে নেবে। কিন্তু একটি রাজনৈতিক দলের বট বাহিনী ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের মাঠকে জনগণের জন্য অনিরাপদ করে তুলছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। দেশের মানুষ এখন জেগে উঠেছে। ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’
মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি নেছার হোসেন শফি ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।