ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা

‘ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মো. মফিদুল আলম খান।
বক্তারা কর্মীসভায় বলেন, বর্তমান সরকারের স্বৈরাচারী শাসন, দুর্নীতি ও দমননীতি থেকে দেশকে মুক্ত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।