জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয় : জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসএম জিলানী এসব কথা বলেন।
এসএম জিলানী আরও বলেন, এদেশের ৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন। বাকি ৯৫ শতাংশ মানুষ রাজনীতির সঙ্গে জড়িত নয়। এরা সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষরা চায় দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ভালোবাসা। এদেরকে ভালোবাসা দিলে এরাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিবে।
স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা বলেন, আমি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে দুই বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামীতেও এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা আছে। আমি এই জনপদের মানুষদের সুখে-দুঃখে বিগতদিনে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।