শহীদদের স্মরণে রৌমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। তারা চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মহসীন, ডা. আরাফাতসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, শহীদদের স্মরণে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।