জয়পুরহাটে বন বিভাগের ভুতুড়ে অফিস

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কাগজে-কলমে রয়েছে একটি পূর্ণাঙ্গ বন বিভাগের অফিস। নিয়মিতভাবে বরাদ্দ আসার কথা থাকলেও বাস্তবে ওই অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয়, সামাজিক বনায়ন ও বাগান কেন্দ্র পাঁচবিবি’ লেখা একটি সাইনবোর্ড ঝুলছে বটে, তবে সেখানে নেই কোনো সরকারি স্থাপনা, নেই কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিতি, নেই কোনো কাজের চিহ্ন। সাইনবোর্ডের পেছনে পড়ে থাকা পরিত্যক্ত বীজ রোপণের বেড আর বেহাল একটি ঘর দেখে মনে হয় যেন পরিত্যক্ত কোনো আবর্জনার স্থান।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে এখানে কোনো কার্যক্রম চোখে পড়েনি। একজন বলেন, আমরা কখনও কাউকে দেখিনি। শুধু একটা সাইনবোর্ড আছে। গাছ লাগানোর কাজ তো দূরের কথা, কেউ খোঁজও নেয় না।
সাবেক বাগান মালি মো. মতিয়ার রহমান বলেন, আমি আট বছর এখানে কাজ করেছি। তখন কিছু বীজ রোপণ হতো, গাছ বিক্রিও হতো। এখন তো সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান জানান, জনবল সংকট থাকায় একজন কর্মকর্তা একাধিক উপজেলার দায়িত্ব পালন করছেন। আর বরাদ্দও কম। পাঁচবিবির অফিস সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।