জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া-দক্ষিণ দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে হুমাইরা আক্তার (৭) ও আবির হোসেন (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা আক্তার ওই গ্রামের আহসান হাবিবের মেয়ে এবং আবির হোসেন একই গ্রামের পাশের বাড়ির হারুনুর রশিদ হারুজের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে খাবারের পর বাড়ির বাইরে খেলতে বের হয় হুমাইরা ও আবির। খেলতে খেলতে তারা গ্রামের একটি পুকুরের পাড়ে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।