সিরাজগঞ্জে নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।
এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। রাতে বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।