সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক কানিস ফাতিমা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান নবাব ও পেশকার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে এনটিভিকে বলেন, মামলার ৭ আসামির মধ্যে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার মৃত পচা শেখের ছেলে জুড়ান শেখ, মৃত সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, মৃত অসীম খার ছেলে কুড়ান খা, শাহ আলীর স্ত্রী ফুলমালা, জুড়ান শেখের স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হবিবর রহমানের (নিহত) স্ত্রী মারা যাওয়ায় পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতো। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে এসে পৃথক ঘরে ঘুমিয়ে পড়েন হবিবুর রহমান। সকালে নাতি শুভ ঘুম থেকে উঠে নানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি তার মা কে জানালে তারাও খোঁজাখুঁজি করেন।
এক পর্যায়ে ২০১৪ সালের ২ অক্টোবর বিকেলে বাড়ির পার্শ্ববর্তী নিচু ফসলি জমিতে পানির মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবার জানতে পারে হবিবর রহমান প্রতিবেশি ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। এতে আশপাশের লোকজন সন্দেহ করে মাঝে মধ্যে তাদের সমালোচনা করতেন। এই আক্রোশে ফুলমালা খাতুনসহ আসামিরা হবিবরকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।