এনায়েতপুরে অবৈধ বালুমহালে অভিযান, তিনজনকে জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধভাবে তিনটি স্থানে বালুমহাল সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে চৌহালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোস্তাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বালু ব্যবসায়ী বোরহান উদ্দিন, মেহেদী হাসান ও মো. সৈকতকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন ইউএনও।
ইউএনও জানান, অভিযানে প্রায় আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়, যা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিম্মায় রাখা হয়েছে। বিধি অনুযায়ী দ্রুতই এই বালু নিলামে তোলা হবে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চৌহালী উপজেলার সাদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর যমুনা স্পার বাঁধের উত্তর এবং দক্ষিণে পাউবোর জায়গা দখল করে প্রভাবশালী চক্র অবৈধভাবে বালুমহাল তৈরি করে ব্যবসা পরিচালনা করছিল। বালু আনলোডের জন্য পাউবোর নির্মিত স্পার বাঁধের ওপরের অংশ কেটে পাইপ বসিয়ে এ ব্যবসা চালানো হচ্ছিল। ফলে ৬৫০ কোটি টাকার নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধসহ যমুনা স্পার বাঁধ এলাকা হুমকির মুখে পড়েছে।
অভিযান পরিচালনার সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো. পারভেজ ও এনায়েতপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী উপজেলা প্রশাসনকে এই অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।