আউশ ধানের আবাদে নড়াইলের কৃষকদের সাফল্যের স্বপ্ন

নড়াইল জেলায় চলতি মৌসুমে আউশ ধানের ভালো ফলন আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানিয়েছে, জেলার তিনটি উপজেলায় মোট ৯ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এখান থেকে ২৫ হাজার ১৪৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে।
কৃষি বিভাগ জানায়, নড়াইল সদর উপজেলায় ৬ হাজার ৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং নিয়মিত বৃষ্টিপাতের কারণে ধানের গাছ ভালোভাবে বেড়ে উঠছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার ও অন্যান্য সহায়তা পাওয়ায় কৃষকরা এখন আউশ ধান চাষে আগ্রহী হয়েছেন। এ বছরও কৃষকরা ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।
জসিম উদ্দিন আরও জানান, কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নত জাতের বীজ, যেমন বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের আউশ ধানের আবাদে আগ্রহী করতে আধুনিক যন্ত্রপাতিও দেওয়া হয়েছে।