কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপিনেতা গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার এক বিএনপিনেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেপ্তার খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি ৭ পয়েন্ট ৬৫ মি.মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জানা গেছে, চাঁনপুর এলাকার খোকন মিয়া নামে এক ব্যক্তি অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠিয়ে দেন। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, ওই পিস্তলটি খোকন মিয়ার।
ওসি মহিনুল আরও জানান, অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। তাকে আদালতে পাঠানো হবে।