যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য চীনে পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত নৌসেনা

সামরিক গোপন তথ্য চীনের কাছে বিক্রির দায়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক নাবিককে দোষী সাব্যস্ত করেছে দেশটি। চীনের একজন গোয়েন্দা এজেন্ট তাকে এই কাজে নিয়োগ করেছিলেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
অভিযুক্ত নাবিকের নাম জিনচাও ওয়েই, তার বয়স ২৫ বছর। তাকে গুপ্তচরবৃত্তিসহ মোট ছয়টি অভিযোগে দোষী ঘোষণা করা হয়েছে। তিনি মার্কিন নৌবাহিনীর জাহাজের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। এই তথ্যের বিনিময়ে তিনি ১৮ মাসে ১২ হাজার ডলারের বেশি টাকা পেয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে ওয়েইকে গ্রেপ্তার করা হয়। আদালতে প্রসিকিউটররা তার ফোন বার্তা ও কথোপকথনের প্রমাণ দেখান। তার মায়ের সঙ্গে একটি টেক্সট বার্তায় তিনি লিখেছিলেন, তিনি গোপন তথ্য পাচার করছেন। তার মা তাকে ‘খুব ভালো কাজ’ বলে উৎসাহ দেন।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, ওয়েই সামরিক বাহিনীর প্রতি তার বিশ্বাসের মারাত্মক অবমাননা করেছেন। তার এই কাজের কারণে সহকর্মী নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আগামী ডিসেম্বরে ওয়েইয়ের সাজা ঘোষণা করা হবে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।