নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তার

বাল্টিক সাগরের নিচে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় ইতালিতে এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জার্মান প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম সের্হি কে, যাকে ইতালির রিমিনি প্রদেশ থেকে আটক করা হয়। খবর বিবিসির।
অভিযোগ অনুযায়ী, তিনি একদল সদস্যের সঙ্গে মিলে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম–১ এবং নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে বিস্ফোরক বসান। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর এই বিস্ফোরণে চারটি পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় ইউরোপ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটে ভুগছিল। বিস্ফোরণের পর গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।
ইতালির উপকূলীয় শহর মিসানো অ্যাড্রিয়াটিকোতে কারাবিনিয়ারি সামরিক পুলিশ সের্হি কে-কে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, তিনি এই নাশকতা পরিকল্পনার অন্যতম মূল হোতা।
প্রসিকিউটরদের দাবি, জার্মানির রোস্টক বন্দর থেকে ভাড়া করা এক ইয়টে করে ওই দলটি ডেনমার্কের বর্নহলম দ্বীপের কাছে গিয়ে বিস্ফোরক বসায়।
যদিও নর্ড স্ট্রিম–২ কখনও চালু হয়নি, নর্ড স্ট্রিম–১ ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু যুদ্ধ শুরুর পর প্রথমে জার্মানি নর্ড স্ট্রিম–২-এর অনুমোদন বাতিল করে এবং পরবর্তীতে রাশিয়া নর্ড স্ট্রিম–১ বন্ধ করে দেয়।

এই বিস্ফোরণের জন্য শুরু থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সন্দেহ করে, আর মস্কো দোষ দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে। তবে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত ইউক্রেনীয় নাগরিককে শিগগিরই ইতালি থেকে জার্মানিতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো ও সংবিধানবিরোধী নাশকতার অভিযোগ আনা হয়েছে।