সাভার প্রেসক্লাবের সভাপতিকে অপহরণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার প্রেসক্লাবের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদাকে মারধর-অপহরণের চেষ্টার ও চাঁদাদাবির অভিযোগে সাব্বির আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন নাজমুল হুদা।
মামলার বরাতে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই তদন্ত) আশিক ইকবাল বলেন, নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন সাব্বির আহমেদ। টাকা না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং নাজমুল হুদার বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরে ফেসবুকে তাদের ছবি ব্যবহার করে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়।
অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করেন। এ ঘটনায় নাজমুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি সাব্বিরকে মানিকগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে আসে।
নাজমুল হুদা জানান, ২০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার সময় তার প্রাইভেটকার থামিয়ে আসামিরা পুনরায় ১১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।