জামালপুরের বকশীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় নারী নিহত

বকশীগঞ্জ থানা। ফাইল ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে যদুরচর এলাকায় ঘোরাফেরা করতেন। তাকে সবাই মানসিক প্রতিবন্ধী হিসেবেই চিনতেন। তার বাড়ি কোথায়, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।