দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

ফেনী সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তামিম ডিজিটাল স্কুলের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ির বাসিন্দা শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) এবং তার ছোট ভাই একরাম হোসেন (১৮)।
নিহতের জেঠাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ একটি কোম্পানিতে চাকরি করত। সেই কোম্পানির একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। ছোট ভাই একরামকে নিয়ে রাতেই পিকআপটি তুলতে যায় মোশারফ। দুই ভাই মিলে পিকআপটি রাস্তার ওপর তুলেও আনে। কিন্তু হঠাৎ পেছন থেকে নোয়াখালীগামী লালসবুজ পরিবহনের একটি বাস পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোশারফের। গুরুতর আহত ছোট ভাই একরামকে চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা হয়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।