দুর্ঘটনায় গুরুতর আহত মুন্নার চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. মাইমুল ইসলাম মুন্নার চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। সদ্য এসএসসি পাস করা মুন্নার চিকিৎসা নিয়ে অসহায় মা মাহেনুর বেগম দ্বারে দ্বারে ঘুরছেন আর্থিক সহায়তার জন্যে। টাকার জোগাড় না হলে মুন্নার পা কেটে ফেলতে হবে। সেকথা ভাবতেই মা মাহেনুর বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।
ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া গ্রামের মৃত মো. মগ্নী নোমানের ছেলে মুন্নাকে গত ১৬ জুন বরিশালের রূপাতলী দপদপিয়া ব্রিজের ওপর দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হয়।
বর্তমানে রাজধানীর পান্থপথে প্ল্যাটিনাম হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুব হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মুন্না। কিন্তু টাকার অভাবে তার সার্জারি করা যাচ্ছে না। তার একটি পা বাঁচাতে গেলে প্রয়োজন ২০ লাখ টাকা।
পিতৃহীন মুন্নার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার, মানবিক ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মুন্নার মা মাহেনুর বেগম।
সরাসরি যোগাযোগ ও আর্থিক সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে, বিকাশ : 01922-396029 (মা), নগদ : 01728-872266 এবং ব্যাংক হিসাব নম্বর : 0304110258731 (মাহেনুর বেগম, সোনালী ব্যাংক পিএলসি, বরিশাল করপোরেট শাখা, বরিশাল)।