লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫

পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল ট্রেনের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। স্থানীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় গতকাল (৪ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় লিসবন শহরের সুপরিচিত গ্লোরিয়া ফিউনিকুলার (ক্যাবল ট্রেন) লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি ভবনে ধাক্কা খেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে, তবে তাদের জাতীয়তা এখনো নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। পর্তুগিজ গণমাধ্যমকে তারা বলেন, ট্রেনটি ‘ব্রেক ছাড়া’ এবং ‘নিয়ন্ত্রণহীন’ অবস্থায় সম্পূর্ণ গতিতে নেমে আসছিল। এরপর এটি সজোরে একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে কার্ডবোর্ডের বাক্সের মতো ভেঙে পড়েছিল।
এই ঘটনায় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা শোক প্রকাশ করেছেন। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেছেন, এটি শহরের জন্য ‘মর্মান্তিক মুহূর্ত’। লিসবন এখন শোক পালন করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যদিও ট্রেন পরিচালনাকারী কোম্পানি ক্যারিস জানিয়েছে, তাদের সমস্ত রক্ষণাবেক্ষণ প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল।
উল্লেখ্য, গ্লোরিয়া ফিউনিকুলার লিসবনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, যা ১৮৮৫ সাল থেকে চালু আছে।